খুলনা | সোমবার | ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২

কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

টাকা লোপাটের দিন শেষ ক্ষুদের খাল হবে জনগণের : বকুল

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৮ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৫


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, লুটপাটের দিন শেষ, ক্ষুদের খাল হবে জনগণের। অতীতের সরকার খাল পুনঃখননের নামে টেন্ডার করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি-বরং টাকা লোপাট হয়েছে। ফলে খালটি ভরাট হয়ে বর্ষাকালে গ্রাম প্লাবিত হয়। জনগণের ভোটে নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ১০কিলোমিটার দীর্ঘ ক্ষুদের খাল পুনঃখনন করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে।
রবিবার দুপুরে নগরীর দৌলতপুর আড়ংঘাটা এলাকায় ক্ষুদের খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 
বিএনপি’র কেন্দ্রীয় নেতা বকুল আরও বলেন, খালের দুই পাশে বসতি থাকায় জনগণের সুবিধার্থে কালভার্ট নির্মাণ করা হবে। পাশাপাশি খালের পাশের সড়কও পুনঃনির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে স্থানীয়দের সহায়তায় গৃহীত এই পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বকুল আরও বলেন, একসময় এই খালে নৌকা ও ট্রলার চলতো। আজ তা অতীত। তবে জনগণের চাহিদা অনুযায়ী নতুন পরিকল্পনায় খালকে ব্যবহারোপযোগী করে তোলা হবে।
এ সময় খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

্রিন্ট

আরও সংবদ