খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২

রূপসার জাবুসায় মৎস্য ঘের থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৭ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৫

 
খুলনার রূপসার জাবুসায় মৎস্য ঘের থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সোয়া ৮টার দিকে জাবুসা চৌরাস্তা মোড়স্থ সাবেক আইডিয়াল বেকারী মালিকের মৎস্য ঘের থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলাধীন জাবুসা চৌরাস্তা মোড়স্থ সাবেক আইডিয়াল বেকারী মালিকের মৎস্য ঘের থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।  
রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ি ইনচার্জ (আইসি) মোঃ আকরাম হোসেন বলেন, উদ্ধারকৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। 
 

্রিন্ট

আরও সংবদ