খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২

ফুলতলায় সাদিকুল হত্যা মামলার চার নারীসহ ১২ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক ও ফুলতলা প্রতিনিধি |
০১:৫৯ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৫


খুলনার ফুলতলায় আলোচিত গাজী সাদিকুল ইসলাম হত্যা মামলায় চার নারীসহ ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে সকালে আত্মসমর্পণের উদ্দেশ্যে একটি গাড়িযোগে আদালতে যাচ্ছিলেন মামলার আসামিরা। কিন্তু আগাম সংবাদ পেয়ে র‌্যাব-৬ এর সদস্যরা নগরীর ডাকবাংলা মোড় থেকে তাদের আটক করে। পরে তাদের ফুলতলা থানায় হস্তান্তর করা হয়।
এজাহারভুক্ত আসামিরা হলো ফুলতলার উত্তরডিহি গ্রামের আঃ আব্দুল হাকিম গাজীর পুত্র মোঃ হাবিবুর রহমান গাজী (৩৪) ও মোঃ তৈয়েবুর রহমান (২৮), ফরজ বিশ্বাসের পুত্র মোঃ আসলাম বিশ্বাস, হাসিব বিশ্বাসের পুত্র মোঃ আসিফ বিশ্বাস (২৩), অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের আসলাম বিশ্বাসের পুত্র মোঃ সজীব বিশ্বাস (২০) ও মোঃ ইমামুল বিশ্বাস (২৩), উত্তরডিহি গ্রামের আঃ হাকিম গাজীর স্ত্রী রেবেকা খাতুন (৬৫), মোঃ তৈয়েবুর রহমান গাজীর স্ত্রী সুমাইয়া বেগম (২৮), হাবিবুর রহমান গাজীর স্ত্রী তাবাচ্ছুম হুর (২৫) এবং গাজীপুত্র গ্রামের মোঃ আসলাম বিশ্বাসের স্ত্রী রওশনারা বেগম (৪২)। এ ছাড়াও মামলায় সন্ধিগ্ধ আসামি একতারপুত্র গ্রামের মোঃ গোলাম রহমানের পুত্র মোঃ শাহাদাৎ জমাদ্দার (৪৭) ও একতারপুর তালতলা হাট গ্রামের এ গফ্ফার শেখের পুত্র মোঃ শাহ আলম (৩৪) গ্রেফতার করা হয়েছে। তবে মামলার আসামিরা জামিন নেওয়ার জন্য আদালতে যাওয়ার পথে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন। 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন গ্রেফতারকৃতদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জেল­াল হোসেন বলেন, গত ১৫ সেপ্টেম্বর বিকেলে ফুলতলার উত্তরডিহি গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্র“তার জের ধরে এবং গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েক ব্যক্তি আহত হন। এ ব্যাপারে থানায় পাল্টা পাল্টি দু’টি মামলা হয়। তবে ঘটনার ৫ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দলিল লেখক মোঃ গাজী সাদিকুল ইসলামের মৃত্যু হয়।
 

্রিন্ট

আরও সংবদ