খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২

কেসিসিতে এ্যাডভোকেসি সভায় ফিরোজ সরকার

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রচার বাড়াতে হবে

তথ্য বিবরণী |
০২:০০ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৫


খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন পালন উপলক্ষে এ্যাডভোকেসি সভা সোমবার বিকেলে নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রচার বাড়াতে হবে। এ বিষয়ে গুজব প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি বলেন, কেসিসির বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের টাইফয়েড টিকা বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ধর্মীয় দৃষ্টিকোন থেকেও টিকাটি সম্পূর্ণ নিরাপদ। সকল শিশু টিকা নিলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশা করেন। নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহবান জানান কেসিসির প্রশাসক।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান-এর সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, বিএনএস উপশম-এর নির্বাহী কর্মকর্তা লেঃ কর্ণেল মোঃ মোসাদ্দেকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আনিসুজ্জামান শিকদার ও জেলা শিক্ষা কর্মকর্তা এস এম সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বিশ^ স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ নাজমুর রহমান সজিব, কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল­া মারুফ রশিদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ ও সহযোগী সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। 
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে টিকাদান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ নাজমুর রহমান সজিব। এ্যাডভোকেসি সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কেসিসির বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
এ্যাডভোকেসি সভায় জানানো হয়, টিকা ক্যাম্পেইনের আওতায় কেসিসি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে এক লাখ ৭৩ হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টাইফয়েড জ¦র থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। তবে কারো জন্ম নিবন্ধন না করা থাকলে খুলনা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করতে পারবে।
প্রসঙ্গত, টাইফয়েড জ¦র একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। দূষিত খাবার ও পানি পানের মাধ্যমে এ রোগের বিস্তার ঘটে। এ জ¦রে আক্রান্ত হলে দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতাসহ আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই টিকা টাইফয়েড জ্বরের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে সভায় জানানো হয়। টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মহানগরীকে ৪টি জোনে ভাগ করে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ২৫২ জন টিকাদার এবং ৩৫০ জন স্বেচ্ছসেবী নিয়োজিত থাকবে। ১৩৪টি প্রাইমারী ও ১১২টি মাধ্যমিক স্কুলসহ ৩১৯টি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কমিউনিটির ৯ থেকে ১৫ বছরের কম বয়সী সর্বমোট ১ লাখ ৭২ হাজার ৩৭০ জন ছেলে ও মেয়েকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ