খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২

বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে এড. মনা

দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, এটি হাজার বছরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৫


শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মহানগরীর সদর থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন নগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। এ সময় পূজার পরিবেশ ও ভক্তদের সঙ্গে সৌহার্দ্যমূলক আলোচনায় অংশ নেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম মনা বলেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের হাজার বছরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব মানুষকে কাছাকাছি আনে, সম্পর্কের বন্ধন দৃঢ় করে। দুর্গোৎসব হলো ঐক্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের প্রতীক। তিনি আরও বলেন, “বাংলাদেশ অসা¤প্রদায়িক চেতনার দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। দুর্গোৎসবের এই মিলনমেলা সমাজে স¤প্রীতির বার্তা ছড়িয়ে দেয়, যা আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক বদরুল আনাম খাঁন, ওয়ার্ড সভাপতি আফসার উদ্দিন আহমেদ, আমিন আহমেদ, নুরুল আলম দিপু, মেশকাত আলীসহ বিভিন্ন ওয়ার্ডের বন্ধু কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্থানীয় নৃত্যগোষ্ঠীর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা ও জনপ্রিয় শিল্পীদের সুরেলা কণ্ঠে পরিবেশিত গান দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
 

্রিন্ট

আরও সংবদ