খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরের কাছে গাড়ি বোমা হামলা, নিহত ১০

খবর প্রতিবেদন |
০৫:০৭ পি.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৫


পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে দেশটির আধাসামরিক বাহিনী— ফ্রন্টিয়ার কর্পসের আঞ্চলিক সদর দফতরের বাইরে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলুচিস্তানের রাজধানী কোয়েটার জারঘুন রোডে এই বিস্ফোরণটি ঘটে।

নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি গাড়ি ফ্রন্টিয়ার কর্পসের আঞ্চলিক সদর দফতরের দিকে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয়। এসময় রাস্তার দুই পাশেই অন্যান্য যানবাহন ও পথচারী চলাচল করতে দেখা যায়।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার গণমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকিরা বেসামরিক নাগরিক। আহতদের সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।’

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল এবং এতে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছে, যারা গাড়ীর মধ্যে ছিল।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক এক্স বার্তায় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘বিপথগামী চরমপন্থীরা ভারতের এজেন্ডা বাস্তবায়নে এই হামলা চালিয়েছে।’

এদিকে এখন পর্যন্ত এই হমালার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী প্রদেশে বেলুচিস্তানের নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলা চালিয়েছে বলে ধারণা করছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বিাহিনীর সদস্যদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে বিএলএ।

প্রসঙ্গত, বিএলএ পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম, যারা বেলুচিস্তানের জন্য হয় অধিক স্বায়ত্তশাসন নয়তো স্বাধীনতা দাবি করে আসছে। তারা ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, সরকার বেলুচিস্তানের সমৃদ্ধ খনিজ সম্পদের শোষণ করছে এবং একইসঙ্গে প্রদেশটির উন্নয়নকে উপেক্ষা করছে।
সূত্র: ডন, আলজাজিরা

্রিন্ট

আরও সংবদ