খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২

মোংলায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে কৃষিবিদ শামীম

চিংড়ী ঘের ও জমি দখল আর সন্ত্রাসী চাঁদাবাজী করলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান

মোংলা প্রতিনিধি |
১১:৩৬ পি.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৫


জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, মোংলা-রামপাল এলাকায় যারা অসহায় মানুষের উপর জুলুম, অত্যাচার, ঘের ও জমি দখল, সন্ত্রাসী চাঁদাবাজী করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে। কারো প্রতি যেন অনাচার-অবিচার করা না হয়, যদি এমন খবর পাওয়া যায় তাহলে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন বিগত ১৭টি বছর ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র হরণ করেছে। বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি সবসময় মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। বিএনপি’র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রহমান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে জনকল্যাণে কাজ করে গেছেন। আমরাও তার অনুসারী, সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাবো। 
মঙ্গলবার দুপুরে মোংলা উপজেলা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা দল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলা পৌর ও থানা শাখার আয়োজনে উপজেলার বিধবা, হতদরিদ্র নারী ও পুরুষসহ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের যে ৩১ দফার নির্দেশনা রয়েছে সেটি আমরা বাস্তবায়ন করতে পারলে এদেশ ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ হবে। তারেক রহমানের নির্দেশনায় মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। তাই তার নির্দেশনায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সকলের কাছে দোয়া প্রার্থনা করে দেশের স্বার্থে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহক্ষান জানান তিনি।
মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু হানিফ’র সভাপতিত্বে এসময় পৌর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক এমরান হোসেন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইমান হোসেন রিপন, থানা যুবদলের যুগ্ম-আহবায়ক নাহিদ খাঁন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাবিক্ষর হোসেন, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, মোংলা উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মোঃ শাহ আলম, পৌর সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, সাবেক ছাত্রনেতা মহসিন পাটোয়ারী সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভা শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কৃষিবিদ শামীম মোংলায় ২০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। শেষে পৌর ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আল মামুন মিঠুর বাসভবন আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন ।

্রিন্ট

আরও সংবদ