খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২

জাতীয় শিক্ষক ফোরাম মহানগর কমিটির বিবৃতি

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ০১ অক্টোবর ২০২৫


নগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসায় তালা বন্ধ করাকে কেন্দ্র করে প্রকাশিত বিজ্ঞাপনের প্রতিবাদ জানিয়েছেন মহানগর শিক্ষক ফোরাম। গতকাল মঙ্গলবার বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে বরেণ্য আলেমেদীন ও ইমাম জাতীয় শিক্ষক ফোরাম মহানগর কলেজ বিষয়ক সম্পাদক মুফতী মাহমুদুল হাসানের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, আক্রমণাত্মক ও ব্যক্তিগত আক্রোশের ফসল। তিনি একজন বরেণ্য আলেমেদীন, সম্মানিত ইমাম ও খতিব, মসজিদ ও মাদরাসাসহ ইসলামের অনন্য খেদমতে নিয়োজিত রয়েছেন, তিনি আমানতদারী, বিশ্বস্ততা, দ্বীনদারী ও নৈতিকভাবে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। 
বিবৃতিদাতারা হলেন জাতীয় শিক্ষক ফোরাম মহানগর উপদেষ্টা মুফতি রবিউল ইসলাম রাফে, সভাপতি হাফেজ মাওলানা জিএম এমদাদুল হক, মুফতি হুমায়ুন কবির, সেক্রেটারী মোঃ নিজাম উদ্দিন মলি­ক, কাজী কামরুল ইসলাম কচি, মুফতি ইবাদুল রহমান, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা আনোয়ারুল আযম, মুফতি আব্দুল আজিজ, মাওলানা মোস্তফা কামাল, মুফতি আসাদুল্লাহ, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি হাবিবুর রহমান, মুফতি জুনাইদ মাহমুদ, মুফতি আহসানুল্লাহ, মুফতি ইব্রাহিম ফরিদাবাদী, মোঃ শহিদুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মোজাফ্ফার আলী, মাওলানা জাকির হোসেন, মুফতি হাবিবুর রহমান, মুফতি জাহিদুল ইসলাম, মুফতি আবুল হাসান, মাওলানা সাখাওয়াত হোসাইন, হাফেজ মাওলানা এনায়েতুল্লাহ হাসান, মাস্টার আব্দুল্লাহ নোমান, মাওলানা আব্দুল মুমিন নোমানী, হাফেজ মাওলানা আবুল হোসাইন, মুফতি নাজিম ইবনে বাহাউদ্দিন ও মাওলানা ফয়জুল্লাহ প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ