খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২

কয়রার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে মন্টু

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ০১ অক্টোবর ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উপাসনা নয়, এটি বাঙালির হাজার বছরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই উৎসব মানুষকে কাছাকাছি আনে, সম্পর্কের বন্ধন দৃঢ় করে। দুর্গোৎসব হলো ঐক্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের প্রতীক। বাংলাদেশ অসা¤প্রদায়িক চেতনার দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। দুর্গোৎসবের এই মিলনমেলা সমাজে স¤প্রীতির বার্তা ছড়িয়ে দেয়, যা আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। তাই বলে মৌলবাদীরা কখনো অস¤প্রদায়িক চেতনায় বিশ্বাসী হতে পারে না। ভোটের জন্য তাদের প্রতারণামুলক প্রচারণার ব্যবহারে সকলকে সচেতন থাকতে হবে।
গতকাল মঙ্গলবার শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কয়রা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পূজার সামগ্রিক পরিবেশ ও ভক্তদের সাথে সৌহার্দ্যমূলক আলোচনায় অংশ নেন তিনি। 
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান ও আবু সাইদ বিশ্বাস, পাইকগাছা পৌরসভা বিএনপি’র সভাপতি মোঃ আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুবেল মীর, যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শোভন, জেলা যুবদলের সদস্য হাবিবুন নবী পীর আলী, বশির আহমেদ শাহিন, এমডি জাকারিয়া হোসেন, প্রভাষক মোঃ মফিজুল ইসলাম, এসএম নাসির উদ্দীন, বিএনপি নেতা জিএম হারুন অর রশিদ, কয়রা উপজেলা যুবদলের আহŸায়ক মোঃ শরিফুল আলম, যুগ্ম-আহবায়ক মোঃ ইহছানুর রহমান, নেতা আকবার হোসেন, আসাদুল ইসলাম, ইউনুস আলী, আনারুল ডাবলু, হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, সরদার মাসুদ, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন, আছাফুর রহমান, জুয়েল ও লিটু প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ