খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২

বিপিএমপিএ, খুলনা শোক

ডাঃ মোঃ আক্তারুজ্জামানের পিতার ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ০১ অক্টোবর ২০২৫


বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা শাখা আজীবন সদস্য ও ডায়াবেটিক সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ আক্তারুজ্জামানের পিতা মোঃ আবু তালেব সরদার মঙ্গলবার, রাত সাড়ে ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর। মরহুমের জানাজা নামাজ নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা শাখা।
বিবৃতিদাতারা হলেন বিপিএমপিএ, খুলনা শাখার সভাপতি ডাঃ গাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা কামাল, ডাঃ আর কে নাথ, ডাঃ মোঃ বোরহান উদ্দিন আহমেদ, ডাঃ এম আর খান ও ডাঃ গৌতম রায়, অধ্যাপক ডাঃ বঙ্গ কমল বসু, ডাঃ এম এ হান্নান, ডাঃ এম বি জামান, ডাঃ কাজি হাফিজুর রহমান, ডাঃ মো. মাহমুদ হাসান লেনিন, ডাঃ কানিজ ফাহমিদা, ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ নাজদান লস্কর, ডাঃ অপু লরেন্স বিশ্বাস, ডাঃ শাহীন নওরোজী, ডাঃ বিশ্বজিৎ সরকার, ডাঃ সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডাঃ মনোজ কুমার বোস, ডাঃ আরিফা বেগম, ডাঃ মোল­া হারুন-অর-রশীদ, ডাঃ মো. নুরুল হক ফকির, ডাঃ মোরশেদ আহমেদ, অধ্যাপক ডাঃ মাসুদ ইমতিয়াজ, ডাঃ প্রদীপ দেবনাথ, ডাঃ মোঃ আশফাক আহমেদ ও ডাঃ মো. শহীদুল ইসলাম শামীমসহ বিপিএমপিএ-এর সকল চিকিৎসকবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ