খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২

মৎস্য বীজ উৎপাদন খামার খুবি’তে হস্তান্তরের দাবিতে মানববন্ধন করায় কৃতজ্ঞতা প্রকাশ

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ০১ অক্টোবর ২০২৫


গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার খুলনা বিশ^বিদ্যালয়ের নিকট হস্তান্তরের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গল্লামারী স্মৃতিসৌধ থেকে খুলনা বিশ^বিদ্যালয় মেইন গেট পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অতিক্তি সচিব (প্রশাসন) মোঃ ইমাম উদ্দিন কবীরের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
অনুষ্ঠানে যে সমস্ত সংগঠন অংশগ্রহণ করেন খুলনা মহানগর বিএনপি, খুলনা জেলা বিএনপি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, আমরা বৃহত্তর খুলনাবাসী, জামায়াতে ইসলামী খুলনা মহানগর, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় নাগরিক পার্টি, সিপিবি খুলনা, বাগেরহাট জেলা কল্যাণ সমিতি, ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতি, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, বটিয়াঘাটা উপজেলা কল্যাণ সমিতি, গল্লামারী মাছ ব্যবসায়ী কল্যাণ সমিতি, খুলনা জেলা মানবাধিকার সংস্থাসহ খুলনার গন্যমান্য ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, ইলেকট্রোনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।
খুলনা বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নুরুন্নবী, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মোহাম্মাদ আলী।

্রিন্ট

আরও সংবদ