খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২

স্পেন থেকে ইসরাইলে মার্কিন অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা জারি

খবর প্রতিবেদন |
০১:০৬ এ.এম | ০১ অক্টোবর ২০২৫


স্পেন সরকার তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইসরাইলে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমের রোটা ও মরোন সামরিক ঘাঁটি দুটিকে এই উদ্দেশ্যে ব্যবহার করতে দেবে না স্পেন। দেশটির জাতীয় দৈনিক এল পাইস এই খবর নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তের সঙ্গে পরিচিত যৌথ সামরিক সমন্বয় সূত্রের বরাত দিয়েছে পত্রিকাটি।
স্পেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা থাকা সত্তে¡ও এই পদক্ষেপ নেওয়া হলো। রোটা নৌঘাঁটি আটলান্টিক উপকূলে ক্যাডিজ শহরের কাছে অবস্থিত। আর মরোন বিমানঘাঁটির অবস্থান সেভিয়ার কাছে। আইবেরিয়ান উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থান এই ঘাঁটি দু’টি কৌশলগত কারণে বেশ গুরুত্বপূর্ণ। 
রোটা ঘাঁটির ওপর স্পেনের সার্বভৌম অধিকার থাকলেও এটি প্রধানত এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করে। যদিও ঘাঁটিটি একজন স্প্যানিশ সামরিক কর্মকর্তার অধীনে এবং সেখানে যা কিছু ঘটে তার জন্য স্প্যানিশ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয়। এল পাইস-কে দেওয়া সূত্রের তথ্য মতে, স্পেনের সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, রোটা এবং মরোন স্পেনের সার্বভৌম ঘাঁটি। স্পেনের এই সিদ্ধান্ত ইসরাইলে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য একটি অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে।

্রিন্ট

আরও সংবদ