খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

নিজস্ব প্রতিবেদক |
০১:১৪ এ.এম | ০১ অক্টোবর ২০২৫


শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজা আজ বুধবার। নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। মহিষাসুর নিধনের সময় দেবী দুর্গা প্রচন্ড ক্রোধে কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছিলেন। তাই পূজার এই আচারের সময় দেবীকে চামুন্ডা রূপে পূজা করা হবে, অর্থাৎ যিনি চন্ড ও মুণ্ডের বিনাশিনী। পূজার এই মুহূর্তটি আরও একটি কারণে স্মরণীয়। দেবীদুর্গার আশির্বাদ নিয়ে অযোধ্যার রাজা দশরথের পুত্র শ্রীরাম চন্দ্র এই মুহূর্তেই লঙ্কার রাজা রাক্ষস রাবণকে বধ করেছিলেন। সন্ধ্যায় প্রত্যেক মন্দিরে সন্ধ্যায় উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি, ঢাকের তালে তালে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার ছিল শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। দিনের শুরুতেই ছিল কুমারী পূজা, যেখানে দেবীকে কুমারী রূপে পূজা করা হয়। মনে করা হয়, তিনি শিবপতœী। এই রীতির মাধ্যমে দেবীর আশির্বাদ ভক্তদের ওপর বেশি করে বর্ষিত হয়। পূজার ৫ দিনের মধ্যে মহাষ্টমী দিনটিকেই সব থেকে পবিত্র বলে ধরা হয়। সেই কারণে প্রায় প্রত্যেকেই মন্দিরে গিয়ে ভক্তবৃন্দ পুষ্পাঞ্জলি প্রদান করেন। গতকাল সকাল ১০টায় নগরীর শ্রীশ্রী শীতলাবাড়ি ঠাকুরানী মন্দিরে ছিল ভক্তবৃন্দের প্রচন্ড ভীড়। ভক্তরা শ্রীশ্রীদুর্গা দেবীকে পুষ্পাঞ্জলি প্রদান করেন। পুষ্পাঞ্জলি অনুষ্ঠানটি পরিচালনা করেন শীতলাবাড়ি ঠাকুরানী মন্দিরের পুরোহিত রনজিৎ মুখোপ্যাধায়। আগামীকাল বৃহস্পতিবার বিজয় দশমী। দশমী পূজার পর মহিলাদের সিঁদুর খেলা এবং সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 

্রিন্ট

আরও সংবদ