খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২

বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে শফিকুল আলম তুহিন

সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপি’র লক্ষ্য

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৮ এ.এম | ০১ অক্টোবর ২০২৫


নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বাংলাদেশ সকল ধর্মের, সকল বর্ণের, সকল ভাষার মানুষের দেশ। এখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। একজন মুসলমানের যে অধিকার আছে, একজন হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধেরও সেই অধিকার আছে। আমরা একসাথে দাঁড়িয়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করব। গতকাল মঙ্গলবার নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন।
শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, কিছু মহল সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে চাইছে। কেউ কেউ চেষ্টা করছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে বিভেদ তৈরি করতে। কিন্তু বিএনপি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে। জাতীয়তাবাদ মানে সকল ধর্ম-বর্ণের মানুষকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই লক্ষ্যেই বিএনপি গড়ে তুলেছিলেন। আমরা বিশ্বাস করি এই অঞ্চলের সরলপ্রাণ মানুষ আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে উন্নয়ন, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক রাজনীতিকে এগিয়ে নেবেন। বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে এবং আপনাদের সহযোগিতা নিয়েই সামনে এগোবে। 
শফিকুল আলম তুহিন পূজা উদযাপনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের এই সুন্দর আয়োজন, প্রতিমার শোভা, আলোকসজ্জা এবং ভক্ত-দর্শনার্থীদের আনন্দঘন পরিবেশ সত্যিই অনন্য। ভবিষ্যতেও এভাবেই আরো সুন্দরভাবে দুর্গোৎসব উদযাপিত হবে-এই প্রত্যাশা করি। আমাদেরকে যে সম্মান ও ভালোবাসা দিয়ে আপ্যায়ন করেছেন, তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক সৈয়দ রেহেনা ঈসা, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির, আজিজা খানম এলিজা, মোঃ নাসির উদ্দিন, মনিরুজ্জামান মনি, হাবিব চৌধুরী, মাসুদুল হক হারুন, মইনুল হাসান কিরণ, জিয়াউর রহমান আপন, শাহারুজ্জামান শাহীন, রমজান খলিফা, খান সাইফুল ইসলাম, বায়েজিদ হোসেন, সরোয়ার মাতুব্বর, তোয়েব ফারাজি, এবিএম জাকির, মোল্লা নুর ইসলাম, আলতাফ হোসেন খান, মাস্টার রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনির হোসেন, ফারুক হোসেন, নজরুল ইসলাম, আলাউদ্দিন, নোমান রহমান, মোঃ শাজাহান, হিরন কুমার সাহা, রাজিব মিস্ত্রি, রাজন কুমার সাহা, মহানগর পূজা উদযাপন কমিটির উপদেষ্টা গোপি কিষান মুদ্রা, মহানগর উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, পশ্চিম হাসপাতাল পাড়া পূজা মন্দির কমিটির বিমল কৃষ্ণ কুন্ডু, সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক, মিলন সাহা কুটি, বাসুদেব রায়, আদি কালীবাড়ি পূজা মন্দির সভাপতি, পলাশ সাহা, উজ্জ্বল ব্যানার্জি সাধারণ সম্পাদক, খুলনা বাজার পূজা কমিটি ডেল্টা ঘাট সভাপতি প্রদীপ সাহা ও সাধারণ সম্পাদক তরুণ রায় শিবু প্রমূখ।

্রিন্ট

আরও সংবদ