খুলনা | বুধবার | ০১ অক্টোবর ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২

রূপসায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়

দুর্গোৎসবে চন্ডীপাঠ ও সাম্প্রদায়িক সম্প্রীতির আহবান জানালেন হেলাল

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ০১ অক্টোবর ২০২৫


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি বাংলার শাশ্বত ঐতিহ্য ও আধ্যাত্মিক চেতনার প্রতীক। চন্ডীপাঠের মাধ্যমে বাঙালি সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাচ্ছে। তারা আহবান জানান, পূজার মূল বার্তা শান্তি, সমৃদ্ধি ও মানবকল্যাণ সকলের মাঝে ছড়িয়ে দিতে। রূপসা উপজেলায় দুর্গোৎসব উপলক্ষে গতকাল মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 
রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জি এম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ সেখ প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ