খুলনা | শুক্রবার | ০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২

বিএনপি নেতা মোমরেজুল ইসলামের ভাইয়ের ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ০৩ অক্টোবর ২০২৫


জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলামের মেঝো ভাই মোঃ আলাউদ্দিন সানা বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়রা উপজেলার দেয়াড়া গ্রামের নিজ বাড়ীতেই ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। ৭৮ বছর বয়সে মৃত্যুকালে তিনি দুই ছেলে ও ছয় কণ্যা সন্তান, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মাত্র দেড়মাস পূর্বে তার স্ত্রী ইন্তেকাল করেছিলেন। শুক্রবার সকাল ১০টায় কয়রা উপজেলার দেয়াড়া ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। 
বিএনপি নেতা মোমরেজুল ইসলামের ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা ও মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, অসিত কুমার সাহা ও এনামুল হক সজল প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ