খুলনা | শুক্রবার | ০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২

আশাশুনিতে পূজা মন্ডপে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২২ এ.এম | ০৩ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার আশাশুনিতে পূজা মন্ডপের ডেকোরেশনের কাজে ব্যবহৃত বিদ্যুতের তার খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার খাজরা ইউনিয়নের পশ্চিম ফটিকখালী দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক প্রশান্ত কুমার মন্ডল (৪৫) কয়রা উপজেলার চান্নিরচক গ্রামের অমূল্য মন্ডলের ছেলে। সে আশাশুনির পশ্চিম ফটিকখালী গ্রামে শ্বশুর রাজা সরদারের বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানায়, প্রশান্ত মন্ডল আশাশুনির খাজরা ইউনিয়নের পশ্চিম ফটিকখালী গ্রামের পূজা মন্ডপে ডেকরেটরের শ্রমিক হিসাবে কাজ করছিলেন। ঘটনার সময় তিনি ডেকরেশনের মালামাল খুলছিলেন। এসময় অসতর্কতাবশতঃ বৈদ্যুতিক তারের লিকেজ থেকে বিদ্যুতায়িত হলে তিনি তারসহ ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেন।

্রিন্ট

আরও সংবদ