খুলনা | রবিবার | ০৫ অক্টোবর ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২

২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ০৫ অক্টোবর ২০২৫


অবকাশ গণগ্রন্থাগারের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ প্রদানের লক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়, শনিবার বিকেল সাড়ে ৪টায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটোরিয়ামে। 
অবকাশ গণগ্রন্থাগারের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদা রহমান ডালিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের শিক্ষা ও সাংস্কৃতিক অফিসার এস কে এম তাছাদুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও রায়ের মহল ডিগ্রি কলেজের সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম, হাজী শরিয়ত উল­াহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, প্লাটিনাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মজিদা খানম, পিপলস জুট মিলস্ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার মজুমদার, ন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল­াহ আল হাসান, রোটারী স্কুলের সহকারী প্রধান শিক্ষক কমল কুমার কুন্ডু, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম কামরুল ইসলাম, হাজী আব্দুল আউয়াল কলেজের অধ্যক্ষ (অবঃ) মোঃ শহিদুল আলম, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) আব্দুল ওয়ালিদ, অধ্যাপক এ এস এম জাফর সাদিক, চিত্রশিল্পী মোহাম্মদ আলী খাঁন।  এছাড়াও উপস্থিত ছিলেন অবকাশ গণগ্রন্থাগারের উপদেষ্টা কাজী আব্দুল লতিফ, সদস্য মোঃ নুরুল হক, আব্দুল গফুর বিশ্বাস, সাহিত্য সম্পাদক এম আল-আমিন আকাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চাপলু, দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম আলমগীর, শিক্ষা বিষয়ক সম্পাদক আফরোজা সুলতানা খুকু প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ