খুলনা | রবিবার | ০৫ অক্টোবর ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : পাপুল

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ০৫ অক্টোবর ২০২৫


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও আসন্ন সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল বলেছেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দাকোপ-বটিয়াঘাটায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে। কেউ যদি স¤প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালায় তাহলে কঠোর হস্তে দমন করা হবে। শনিবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে দাকোপ ও বটিয়াঘাটা  উপজেলার নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 
দুর্গা পূজায় দায়িত্ব পালনকারী দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে দাকোপ-বটিয়াঘাটায় এবারের পূজা সমাপ্ত হয়েছে। নেতা কর্মীদের সজাগ দৃষ্টি এবং সঠিকভাবে দায়িত্ব পালনের কারণেই এটি সম্ভব হয়েছে। 
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি শেখ জামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক আনোয়ার হোসেন আনো, ছাত্রনেতা মাসুম বিল­াহ, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সদস্য শাহিন খান প্রমুখ। 
 

্রিন্ট

আরও সংবদ