খুলনা | রবিবার | ০৫ অক্টোবর ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২

খুলনায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ০৫ অক্টোবর ২০২৫


‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এই শ্লোগানে বিএফএফ-সমকাল ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্কের খুলনা পর্যায়ের উৎসব শনিবার সম্পন্ন হয়েছে। বিতার্কিকদের যুক্তিতর্কে সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত উৎসবমুখর ছিল খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণ।
উৎসবে খুলনা জেলার ৮টি স্কুলের মধ্যে ক্ষুরধার যুক্তি উপস্থাপন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়। রানারআপ হয় খুলনা পাবলিক কলেজ। এছাড়া সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের দলনেতা ইমরান খাঁন সেরা বক্তা নির্বাচিত হন। 
সকালে প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোঃ মনজুর আলম। তিনি শিক্ষার্থীদের যুক্তির সিঁড়ি বেয়ে যে কোনো সমস্যা সমাধানের পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে বিজ্ঞান শিক্ষায় নতুন প্রজন্ম যাতে বেশি করে উদ্বুদ্ধ হয় সেদিকে দৃষ্টি রাখতে অভিভাবকদের পরামর্শ দেন। তিনি প্রতিবছর এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের জন্য সমকালকে ধন্যবাদ জানান। 
উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোর্শেদুল আলম, আযমখান সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যাপক এম এম কবির আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায় ও নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ সউদ আল ফয়সাল রাজু। 
সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নৈয়ায়িক ডিবেটিং ক্লাবের সদস্য আবু ওবায়দুল নাহিয়ান ও আরাফাত রহমান।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোঃ আনিছুর রহমান। বিচারক প্যানেলের সদস্যরা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সমকালের খুলনা ব্যুরো স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়। উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক জাহিদুল ইসলাম ও শরিফুল আলম প্রমুখ।
চ্যাম্পিয়ন দলের ৩ সদস্য সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের শেখ মোঃ সিয়াম হোসেন, শেখ জুবায়ের আহমাদ ও ইমরান খান বলেন, ‘বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় খুলনা জেলার মধ্যে চ্যাম্পিয়ন হতে পেরে খুবই আনন্দ লাগছে। আশা করছি বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হবো’। 
রানার আপ খুলনা পাবলিক কলেজের বির্তাকিক এস এম জলিল, তানজীম আহমেদ ও আবদুল­াহ আল জাবির বলেন, এ ধরনের একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুবই ভাল লাগছে। ছোট ভুলগুলো দূর করে ভবিষ্যতে আরও ভাল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

্রিন্ট

আরও সংবদ