খুলনা | রবিবার | ০৫ অক্টোবর ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২১ এ.এম | ০৫ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গাজী নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল মামুন উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে এবং কেঁড়াগাছি ইউনিয়ন যুব জামায়াতের আমীর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায় পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি আল মামুন একই ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে একটি লোহার গেট বসানোর কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ তার ব্যবহৃত ড্রিল মেশিনটি বিদ্যুতায়িত হয়ে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে গেটের ভারী লোহার একটি অংশ তার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 
 

্রিন্ট

আরও সংবদ