খুলনা | সোমবার | ০৬ অক্টোবর ২০২৫ | ২০ আশ্বিন ১৪৩২

নগরীতে মাছ বিক্রেতা পিতাকে গলাকেটে হত্যার ঘটনায় ছেলে-পুত্রবধূ ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৫ এ.এম | ০৫ অক্টোবর ২০২৫


নগরীর বসুপাড়া বাঁশতলায় চাঞ্চল্যকর বাবা লিটন খান হত্যার ঘটনায় ছেলে ও পূত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, লিটন খান হত্যার ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনীকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের খুলনায় আনা হয় রাতে।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের বসুপাড়া বাঁশতলায় মাছ বিক্রেতা লিটন খান (৪৫) কে গলা কেটে হত্যা করে ছেলে ও পুত্রবধূ।  নিহত লিটন খান (৪৫) মাছ ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর ছেলে আবু বকর লিমন ও লিমনের স্ত্রী চাঁদনী হত্যাকাণ্ডের পর থেকে দু’জনই পলাতক ছিল।
ওসি আরও বলেন, স¤প্রতি লিটন খান একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করছিলেন। কিন্তু লিমন নেশাগ্রস্ত হওয়ায় লিটন টাকা দিতে অস্বীকৃতি জানান। বৃহস্পতিবার রাতে স্ত্রী বাড়িতে না থাকায় লিটন একাই ছিলেন। এ সুযোগে লিমন ও তাঁর স্ত্রী পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটান। প্রথমে তাঁরা শ্বাসরোধে লিটনকে অচেতন করেন এবং পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যার পর তাঁরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং হত্যায় ব্যবহৃত ধারালো বঁটি জব্দ করে। 
 

্রিন্ট

আরও সংবদ