খুলনা | সোমবার | ০৬ অক্টোবর ২০২৫ | ২০ আশ্বিন ১৪৩২

সাতক্ষীরায় কাঠ বোঝাই ট্রলি উল্টে সহকারী নিহত, চালক আহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:০১ এ.এম | ০৬ অক্টোবর ২০২৫


সাতক্ষীরায় কাঠ বোঝাই ট্রলি উল্টে চালকের সহকারি এক যুবক নিহত হয়েছে।  গুরুতর আহত হয়েছে চালক। রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সহকারির নাম অসীম কুমার দাস (২২)। তিনি  সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের গুরুপদ দাসের ছেলে। আহত ট্রলি চালক জাহাঙ্গীর আলম (৪৫)  সদর উপজেলার শিকড়ি গ্রামের বাসিন্দা। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায় চালক জাহাঙ্গীর ও তার সরকারি অসীম কাঠ বোঝাই একটি ট্রলি নিয়ে কলারোয়ার দিক থেকে সাতক্ষীরায় আসছিল। পথিমধ্যে দুপুর ১২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় পৌঁছালে ট্রলির পেছনের একটি চাকা পাংচার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে জাহাঙ্গীর ও তার সরকারি অসীম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার পথে অসীম কুমার মারা যায়। সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ বলেন হাসপাতালে আনার আগেই পথে অসীম দাসের মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

্রিন্ট

আরও সংবদ