খুলনা | সোমবার | ০৬ অক্টোবর ২০২৫ | ২০ আশ্বিন ১৪৩২

সাবেক বিএনপি নেতা লিটনের পিতার ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ০৬ অক্টোবর ২০২৫


নগরীর ২১নং ওয়ার্ডের সাবেক বিএনপি নেতা মোঃ মাহাবুব আলম লিটনের পিতা মোঃ ইনসান উদ্দিন হাওলাদার রোববার ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর তিনি একটি গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম মোঃ ইনসান উদ্দিন হাওলাদার দীর্ঘ কর্মজীবনে খুলনা, ঢাকা ও বরিশালসহ বিভিন্ন শহরে স্বর্ণের কারিগর হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যদি তিনি জীবদ্দশায় কারো সাথে কোনোভাবে কষ্ট দিয়ে থাকেন, তবে মহানুভবতার সাথে তাঁকে মাফ করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

্রিন্ট

আরও সংবদ