খুলনা | সোমবার | ০৬ অক্টোবর ২০২৫ | ২০ আশ্বিন ১৪৩২

শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল

খবর বিজ্ঞপ্তি |
১২:৫০ এ.এম | ০৬ অক্টোবর ২০২৫


অবিলম্বে আবু জাফর, প্রণব জ্যোতি পালসহ শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  গতকাল রোববার বিকেল ৫টায় খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা শাখা।  
রিকশা, ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা আহŸায়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য আবু জাফর, শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি প্রণব জ্যোতি পাল, সংগ্রাম পরিষদের সিলেট জেলা কমিটির সদস্য সৈকত ও রনিকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, শ্রমজীবীদের উপর হামলা-নির্যাতন-ছাঁটাই বন্ধ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন ও কর্মসংস্থানের দাবিতে সমাবেশ ও মিছিল বের হয়। 
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ কোহিনুর আক্তার কনা’র পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন ইউনুস আহমেদ মাসুদ, জামাল পাটোয়ারী, হাফিজুর রহমান, ফিরোজ মোল­া, মুকুল, নুর আলম, সৈয়দ নুরুল ইসলাম, কালাম হোসেন, আকতার হোসেন, ইলিয়াস হোসেন, মোঃ ফিরোজ, ফারুক হোসেন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের শ্রমজীবী মানুষের কাছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দায়িত্ব গ্রহণকারী সরকারের  আছে দায়বদ্ধতা, আছে ন্যায্যতা আর সুশাসনের জনআকাঙ্খা পূরণের প্রতিশ্র“তি। সেই প্রেক্ষিতে সরকার গঠিত কমিশনসমূহ স্বৈরতান্ত্রিক-কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বিলোপ করে ন্যায্যতা ভিত্তিক সমাজ কাঠামো নির্মানে শ্রমের মর্যাদা, আয়-বৈষম্য দূর করা, প্রত্যেকের জন্য উপযুক্ত কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং সকলক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষসমূহের জন্য অন্তর্ভূক্তিমুলক পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ করেছে।  সেই সময়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং সমস্যার মূল কারণ চিহ্নিত করে আলাপ আলোচনার মাধ্যমে সামধানের পদক্ষেপ না নিয়ে রাতারাতি ব্যাটারী রিকশা উচ্ছেদ করে হাজার হাজার শ্রমজীবী মানুষকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া আর এই দায়িত্বহীন কর্মকান্ডের বিরুদ্ধে কথা বলায় শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহবায়ক আবু জাফর এবং প্রণব পালসহ শ্রমিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একাধিক মামলা দায়ের জনআকাক্সক্ষাকে পদদলিত করে পুলিশি কর্তৃত্ববাদী ব্যবস্থা বজায় রাখার প্রচেষ্টার প্রতিফলন। নেতৃবৃন্দ বলেন, বিগত ১৬ বছরে কত প্রকারে, কৌশলে এবং লোককে বাধ্য করে মিথ্যা মামলা দায়ের করিয়ে পুলিশ বিরোধি মত দমন করেছে তা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। ৫ আগস্টের পরে নিশ্চয় আমরা সেই পুলিশ, সেই প্রশাসন দেখতে চাইনা। সুশাসন চর্চায়, প্রশাসনের দায়িত্বশীল পদে থেকে বিরোধি মতের প্রতি সহনশীলতার পরিবর্তে ব্যক্তিগত ভাবে নিয়ে প্রতিহিংসাপরায়ণ হওয়া বা ক্ষমতা দেখানোর কোন সুযোগ নেই।
নেতৃবৃন্দ, অবিলম্বে শ্রমিক নেতা আবু জাফর, প্রণব জ্যোতি পালসহ সৈকত ও রনির নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, গ্রেফতার-নির্যাতন কখনো শ্রমিক আন্দোলন কে চূড়ান্ত অর্থে পরাস্ত করতে পারেনি বরং নির্যাতনকেই তার অপকর্মের ফল ভোগ করতে হয়েছে। নেতৃবৃন্দ, এশিয়ান পেইন্টের ইউনিয়ন নেতৃবৃন্দ এবং শ্রমিকদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অভিযোগপত্র দাখিলের নিন্দা জানিয়ে শ্রমিক আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। নেতৃবৃন্দ, শ্রম আইন সংশোধনে আই.এল.ও কনভেনশনের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার দাবি জানান। নেতৃবৃন্দ, ব্যাটারী রিকশার নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত হয়রানি বন্ধ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে কল-কারখানা খুলে দেওয়ার জোর দাবি জানান এবং গাজামুখি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ বহরে ইসরাইলি সেনাবাহিনীর হামলা এবং যাত্রীদের গ্রেফতারের নিন্দা জানানোর সাথে সাথে গাজায় গণহত্যা অবিলম্বে বন্ধ করার আহŸান জানান।

্রিন্ট

আরও সংবদ