খুলনা | সোমবার | ০৬ অক্টোবর ২০২৫ | ২০ আশ্বিন ১৪৩২

খুলনা জেলা ইমাম পরিষদের কর্মসূচির সাথে হাজী কল্যাণ ফাউন্ডেশনের সংহতি প্রকাশ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫১ এ.এম | ০৬ অক্টোবর ২০২৫


বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনের অসহায় ক্ষুধার্ত শিশু ও মানুষের জন্য খ্যাতনামা মানবাধিকার সংগঠনের নেতা-কর্মী  ও বিবেকবান  সাংবাদিকদের প্রশংসনীয় উদ্যোগে জীবন রক্ষাকারী ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় যাওয়ার পথে সংশ্লিষ্ট নৌবহরের উপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত  হামলা ও ত্রাণ সামগ্রী লুটের ঘটনায় তীব্র ও নিন্দা জানানো হয়েছে।    খুলনা জেলা ইমাম পরিষদ আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে গভীর সংহতি প্রকাশ করেন খুলনা হাজী কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ফাউন্ডেশনের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সম্মানিত হাজী সাহেবদেরকে দল মত নির্বিশেষে কর্মসূচিতে যোগদানের অনুরোধ জানিয়েছেন। বিবৃতি দাতারা হলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আব্দুল মালেক, সাবেক যুগ্ম-সচিব বীর মুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চান ফরাজী, শেখ মুহাঃ সাহেব আলী, ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, মোঃ নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ নুরুল হক ফকির, অধ্যাপক সিকদার রুহুল আমীন, মোঃ রেজাউল শেখ, আলতাফ হোসন,  মিজানুর রহমান, এস এম এড. মনিরুজ্জামান, এড. শামীম মোশাররফ, তরফদার  তৈয়েবুর রহমান, কাজী কামরুল ইসলাম কচি, মেহেদী মাসুদ, সরদার আবু তাহের, তরফদার তৈয়েবুর রহমান, সাকিব আফতাব সুজন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ