খুলনা | সোমবার | ০৬ অক্টোবর ২০২৫ | ২০ আশ্বিন ১৪৩২

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গণসংযোগ করবে ইসলামী আন্দেলন

খবর বিজ্ঞপ্তি |
১২:৫১ এ.এম | ০৬ অক্টোবর ২০২৫


পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনী ভিত্তি, ও রাষ্ট্র  সংস্কারসহ ৫ দফা  দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে খুলনা জেলার প্রত্যেক উপজেলা ও গুরুত্বপূর্ণ শহর বাজারে গণসংযোগ  করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।  
গতকার রোববার বিকেল ৪টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা শাখা সভাপতি অধ্যক্ষ  মাওলানা  আব্দুল­াহ ইমরানের সভাপতিত্বে ও জেলার সেক্রেটারি এস এম রেজাউল করিমের পরিচালনায় জেলার নিয়মিত  মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি  খুলনা- ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু সাঈদ, জেলা শাখা জয়েন্ট সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ হারুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক মোহাঃ  মুহিব্বুল­াহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম মুফতি মোহাঃ  এনামুল হাসান সাঈদ, মাস্টার জাফর সাদেক, মোঃ নুরুল হুদা সাজু, মুফতি আজিজুর রহমান সোহেল আবু দাউদ, মোল­া মোঃ শাকীল আহমেদ রাসেল,  মোঃ আশরাফ আলী বিশ্বাস, মোঃ নুরুল হুদা সাজু, মোঃ লিয়াকত  আলী, মাওলানা ইলিয়াস হুসাইন মোঃ ইউসুফ আলী, মোহাঃ  আবু দউদ, শফিকুল ইসলাম, ডাঃ আব্দুল­াহ আল মামুন মোঃ রফিকুল ইসলাম এসকেন্দার, মাওলানা ওমর আলী, আশরাফুল ইসলাম  বিশ্বাস, মাওঃ আব্দুল্ মালেক মাওলানা তাওহিদুল ইসলাম মামুন, মাওঃ আব্দুস সাত্তার আনোয়ার হোসেন মুফতি ফয়জুল­াহ মাওকানা আহমাদ আলী হাফেজ কারিমুল ইসলাম হাফেজ জাহিদুল ইসলাম মোঃ ওলিয়ার রহমান  প্রমুখ। 
 

্রিন্ট

আরও সংবদ