খুলনা | সোমবার | ০৬ অক্টোবর ২০২৫ | ২০ আশ্বিন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন : এবার পুরুষদের তুলনায় মহিলারা এগিয়ে : ভোট কেন্দ্র ১৪৭টি বাড়লেও ভোট কক্ষ কমেছে ৩ হাজার ৯০টি

খুলনা বিভাগে রেকর্ড সংখ্যক ভোটার, শীর্ষে যশোর জেলা

এন আই রকি |
০১:১২ এ.এম | ০৬ অক্টোবর ২০২৫


আসন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় খুলনা বিভাগের ভোটার তালিকা প্রস্তুতকরণসহ কেন্দ্রের তালিকার একটি খসড়ার কাজ প্রায় শেষ পর্যায়। বিভাগের ১০ জেলায় দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় ত্রয়োদশ নির্বাচনে ভোটার বেড়েছে প্রায় শতকরা ৪ দশমিক ৭১ ভাগ। যার পরিমাণ এখন অবধি ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৭২২ জন। এই সংখ্যা তফসিলের আগ মুহূর্ত পর্যন্ত পরিবর্তন হতে পারে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এছাড়া ভোটার বৃদ্ধিতে বিভাগের জেলা গুলোতে এবার পুরুষদের তুলনায় মহিলারাও এগিয়ে রয়েছে। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে যশোর জেলায় এবং সবচেয়ে কম ভোটার বেড়েছে মেহেরপুর জেলায়। আগামী নির্বাচনে ভোট কেন্দ্র ১৪৭টি বাড়লেও ভোট কক্ষ কমেছে ৩ হাজার ৯০টি।
নির্বাচন কমিশনের সূত্র জানায়, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সকল তথ্য সংগ্রহ, যাচাইয়ের কাজ শুরু হয়েছে। খুলনা বিভাগের ১০টি জেলার ভোটার সংখ্যা, কেন্দ্রের সংখ্যা, ভোটার কক্ষসহ নানান বিষয়ে তথ্য সংগ্রহ করার কাজ প্রায় শেষ। এমনকি নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চাহিদা পত্র চাওয়া হয়েছে। খুলনা বিভাগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মোট কেন্দ্র প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩১টি। যা গত সংসদ নির্বাচনের তুলনায় ১৪৭টি বেশি। তবে আগামী নির্বাচনে কমেছে ভোট কক্ষের সংখ্যা। দ্বাদশ নির্বাচনে ভোট কক্ষ ছিল ৩০ হাজার ২৫৩, এবার সেটি ৩ হাজার ৯০টি কমে গিয়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৩টি। ভোট কক্ষ কমে যাওয়ার কারণ হিসেবে নির্বাচন কমিশন থেকে জানানো হয়, গত নির্বাচনে একটি ভোট কক্ষে ৫০০ জন পুরুষ এবং ৪০০ জন ভোটার ভোট দিলেও আগামী নির্বাচনে এই সংখ্যা ১০০ করে বৃদ্ধি করার কারণে ভোট কক্ষ কমেছে। এছাড়া বিভাগের যে সকল কেন্দ্রগুলো সংস্কার করা প্রয়োজন সেগুলোর কাজও প্রায় শেষ পর্যায়।
আর জানা যায়, প্রতিটি জেলায় নিয়মিত ভোটার সংখ্যা বাড়ছে। নতুন ভোটার, ভোটারের স্থান পরিবর্তনসহ নানান কারণে এই সংখ্যা পরিবর্তন হচ্ছে। তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত এটা পরিবর্তন হতে থাকবে। তবে এখন অবধি খুলনার আঞ্চলিক নির্বাচন অফিসের সূত্র মতে ১০টি জেলায় আগামী সংসদ নির্বাচনের জন্য এবার রেকর্ড পরিমাণ ভোট বেড়েছে। এখন অবধি ভোটারের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৭২২ জন। যা দ্বাদশ নির্বাচনে ছিল ১ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৭৮৩ জন। বেড়েছে ৬ লাখ ৩৩ হাজার ৯৩৯ জন। এর মধ্যে মহিলা ভোটার বেড়েছে ৩ লাখ ৪৩ হাজার ৯৭০ জন এবং পুরুষ ভোটার বেড়েছে ২ লাখ ৮৯ হাজার ৯২২ জন। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্র বেড়েছে বাগেরহাট জেলায় ৬০টি এবং একমাত্র কেন্দ্র কমেছে চুয়াডাঙ্গা জেলায় ৫টি। এছাড়া খুলনা ৪৭টি, কুষ্টিয়ায় ২১টি, সাতক্ষীরায় ৭টি, মেহেরপুর ৬টি, মাগুরায় ৫টি, ঝিনাইদহ ৩টি, যশোর ২টি এবং নড়াইল ১টি সহ মোট ১৪৭টি ভোট কেন্দ্র বেড়েছে।
এদিকে গত নির্বাচনের তুলনায় ত্রয়োদশ নির্বাচনে বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভোটার সংখ্যা যশোর জেলায়। যা সংখ্যায় প্রায় ১ লাখ ৭ হাজার ২১১ জন। এরপর কুষ্টিয়া বেড়েছে ৮৩ হাজার ৫৮ জন, খুলনায় ৭৮ হাজার ৩৭১ জন, ঝিনাইদহ জেলায় ৭৫ হাজার ২৯১ জন, সাতক্ষীরা জেলায় ৭০ হাজার ২০১ জন, বাগেরহাট জেলায় ৬৪ হাজার ১৩৮ জন, মাগুরা জেলায় ৫১ হাজার ৮৫৭ জন, চুয়াডাঙ্গা জেলায় ৪৩ হাজার ৫৮ জন, নড়াইল জেলায় ৩৫ হাজার ৫৭০ জন এবং সবচেয়ে কম ভোটার বেড়েছে মেহেরপুর জেলায় ২৪ হাজার ৬৪০ জন। ভোটারের পাশাপাশি এবার বিভাগে ৪৭ জন হিজড়া ভোটার বেড়ে মোট হিজড়া ভোটার দাঁড়িয়েছে ১৩৪ জন।
খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির জানান, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা বিভাগের ১০ জেলার ভোটারের তালিকা, ভোট কেন্দ্র এবং ভোট কক্ষসহ সকল কিছুর তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এটি পরিবর্তনশীল। ভোটার নিয়মিত বাড়ছে। অনেক ক্ষেত্রে ভোট কক্ষ ও কেন্দ্রের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। তবে আগামী সংসদ নির্বাচনের সকল কাজ আমরা প্রায় গুছিয়ে ফেলেছি। এখন অবধি যে তথ্য রয়েছে, বিভাগে এবার রেকর্ড পরিমাণ ভোটার বেড়েছে। বিশেষ করে মহিলা ভোটার বেশি বেড়েছে। তাছাড়া এবার কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যায় পরিবর্তন হয়েছে।

্রিন্ট

আরও সংবদ