খুলনা | মঙ্গলবার | ০৭ অক্টোবর ২০২৫ | ২১ আশ্বিন ১৪৩২

প্রেমিক নয় শেখ সাদী আমার ছোট ভাই : পরীমনি

খবর বিনোদন |
০৩:২৬ পি.এম | ০৬ অক্টোবর ২০২৫


ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন যেন থামছেই না। একের পর এক সম্পর্কের খবর, আলোচনা ও সমালোচনার মধ্যেই বরাবর নিজের মতো করে পথ চলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

বছরের শুরুতেই তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমনির ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়। এমনকি একপর্যায়ে আদালতেও একসঙ্গে দেখা যায় এই দুই তারকাকে। শেখ সাদী তখন পরীমনির জামিনদার হিসেবে উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাওয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে রোমান্টিক পোস্টে জোরালো হয় প্রেমের গুঞ্জন। তবে সেই সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি। এপ্রিলেই সংবাদমাধ্যমে প্রকাশ পায়, তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে।

তবে এতদিন এই গুঞ্জন নিয়ে সরাসরি কিছু বলেননি কেউই। এবার সেই নীরবতা ভাঙলেন পরীমনি। অনুষ্ঠানে উপস্থাপক যখন পরীমনিকে জিজ্ঞেস করেন, ‘শেখ সাদী কি আপনার প্রেমিক?’ পরীমনি হেসে জবাব দেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’

এর আগেও এক সাক্ষাৎকারে পরীমনি বলেছিলেন, ‘বিপদের সময় যে পাশে থাকে, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’

অন্যদিকে, শেখ সাদী বলেছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করছি। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি সব সময়।’

অনুষ্ঠানে পরীমনিকে যখন জিজ্ঞেস করা হয়, ‘আপনি কি এখন সিঙ্গেল?’ তিনি বলেন, ‘না।’ এরপর আবার যোগ করেন, ‘শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

প্রেমের পরে আসে বিয়ের প্রসঙ্গ। সঞ্চালক জানতে চান, ‘তুমি মোট কতবার বিয়ে করেছো?’ জবাবে পরীমনি বলেন, ‘একবার।’ সঞ্চালক তখন বলেন, ‘তুমি শরীফুল রাজের কথা বলছ, তাহলে বাকি বিয়ের কথা কেন শুনি?’ পরীমনি হেসে বলেন, ‘জানি না। ওরা মনে হয় সৎস্বামী, যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

এর আগে পরীমনির খালাতো ভাই ইসমাইলকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল, যিনি পরীর শোবিজে পথচলার সঙ্গী ছিলেন। বলা হয়, তাকে বিয়েও করেছিলেন পরীমনি। গত বছর নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যু সেই গুঞ্জন আরও বাড়িয়ে দেয়। এই প্রসঙ্গে সঞ্চালক জানতে চান, ‘ইসমাইল কি তোমার স্বামী ছিলেন?’ পরীমনি অকপটে জবাব দেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’

সাক্ষাৎকারের একপর্যায়ে সঞ্চালক মজা করে জিজ্ঞেস করেন, ‘তুমি কতবার বিয়ে করতে চাও?’ পরীমনি হাসতে হাসতে বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকেই মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা এভাবে স্টাবলিশ হবে- সেটা আমি বুঝি নাই। না বুঝে বলে ফেলেছিলাম, এখন আর বলতাম না।’

এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন পরীমনি। তার অভিনয়ের চেয়ে কখনও কখনো ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে প্রেম, বিয়ে ও সন্তান- সবই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। এরপর সিয়াম আহমেদের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন শোনা যায়, যদিও তা তিনি বরাবরই অস্বীকার করেছেন।

্রিন্ট

আরও সংবদ