খুলনা | মঙ্গলবার | ১৪ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৭৮২

খবর প্রতিবেদন |
০৫:০৬ পি.এম | ০৬ অক্টোবর ২০২৫


দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫ জনে, আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৬৮৯ জনে।

আজ সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন, রোববার (৫ অক্টোবর), একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছিল যা বছরের মধ্যে একদিনে সর্বাধিক মৃত্যু।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান জ্বর দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, যে কোনো জ্বর দেখা দিলে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। ডেঙ্গু শনাক্ত হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিনি আরও বলেন, একদিনে ডেঙ্গু রোগে ৯ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পর্যালোচনায় দেখা গেছে, তাদের মধ্যে ৭ জন হাসপাতাল ভর্তির দিনই মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এডিস মশা নিধনে স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগ না থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হবে।

্রিন্ট

আরও সংবদ