খুলনা | বৃহস্পতিবার | ০৯ অক্টোবর ২০২৫ | ২৩ আশ্বিন ১৪৩২

আল-আজহারের প্রখ্যাত হাদিস বিশারদ ড. আহমদ ওমর হাশেম আর নেই

খবর প্রতিবেদন |
০১:১৫ এ.এম | ০৮ অক্টোবর ২০২৫


বিশ্ব ইসলামী জ্ঞানচর্চার আকাশ থেকে খসে পড়েছে এক দীপ্তিমান নক্ষত্র। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দিন অনুষদের বরেণ্য অধ্যাপক, হাদিস বিভাগের প্রখ্যাত পন্ডিত এবং আল-আজহার শরীফের সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য, প্রাক্তন উকিলুল আজহার ড. আহমদ ওমর হাশেম (রহঃ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। 
মঙ্গলবার ভোরের কোমল আলো ফোটার আগেই তার ইন্তেকালের সংবাদে শোকাভিভূত হয়েছে গোটা ইসলামী বিশ্ব। গতকাল জোহরের নামাজের পর আল-আজহার বিশ্ববিদ্যালয় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে শারকিয়া গভর্নরেটের জাগাজিগের বানি আমের গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার পিতৃভূমির মাটিতে দাফন করা হয়। 
হাদিসবিদ্যার জগতে ড. আহমদ ওমর হাশেম ছিলেন এক অনন্য আলোক বর্তিকা যাকে সমকালীন সময়ে সম্মানভরে “আমিরুল ফিল হাদিস” বলা হতো। তার জ্ঞানের আলোয় আলোকিত হয়েছেন বিশ্বের অসংখ্য মুহাদ্দিস, মুফাসসির ও আলেম। 
তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব, যিনি প্রথাগত ধর্মীয় শিক্ষা ও আধুনিক প্রজ্ঞার সমন্বয়ে ইসলামকে সময়ের বাস্তবতায় ব্যাখ্যা করেছেন, যুক্তি, প্রজ্ঞা ও গভীর আধ্যাত্মিকতার সমন্বয়ে ইসলামী চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করেছেন। 
দীর্ঘ জীবন জুড়ে তিনি নিজেকে নিবেদন করেছিলেন কুরআন ও হাদিসের সেবা, ইসলামী গবেষণা এবং দাওয়াতের প্রচারে। তাঁর জীবন ছিল এক নিরবচ্ছিন্ন জ্ঞানযাত্রা, যার প্রতিটি পদক্ষেপ মুসলিম উম্মাহর জন্য দিকনির্দেশনার বাতিঘর হয়ে আছে। 
আল-আজহার বিশ্ববিদ্যালয়, এর শিক্ষক ও শিক্ষার্থীরা, এবং সমগ্র ইসলামী বিশ্ব তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার অসংখ্য ছাত্র ও অনুরাগী সামাজিক মাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ইসলামী চিন্তা ও হাদিস গবেষণায় ড. আহমদ ওমর হাশেম রেখে গেছেন এক উজ্জ্বল উত্তরাধিকার যা যুগে যুগে ছাত্র, আলেম ও অনুসন্ধানী মনকে পথ দেখাবে। 

্রিন্ট

আরও সংবদ