খুলনা | বুধবার | ০৮ অক্টোবর ২০২৫ | ২২ আশ্বিন ১৪৩২

মোটরসাইকেলে এসে গাড়িতে থাকা ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খবর প্রতিবেদন |
০১:১৭ এ.এম | ০৮ অক্টোবর ২০২৫


চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত হাকিম রাউজান উপজেলা বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হামলায় তার সঙ্গে গাড়িতে থাকা আরও একজন গুলিবিদ্ধ হন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজার সংলগ্ন পানি শোধনাগার গেটের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানান, গুলিবিদ্ধ অবস্থায় নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে আবদুল হাকিম মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একদল মোটরসাইকেল আরোহী অস্ত্রধারী হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি বিএনপি’র কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। যদিও তার কোনো আনুষ্ঠানিক দলীয় পদ ছিল না।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি রাউজানের বিএনপি’র রাজনীতিতে সক্রিয় হন। পেশায় তিনি ভেষজ পণ্যের ব্যবসায়ী এবং গরুর খামারি ছিলেন। পাশাপাশি এক বছর ধরে কর্তফুলী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসায়ও জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে নিজ গ্রামের খামারবাড়ি থেকে গাড়িতে করে চট্টগ্রাম শহরের দিকে রওনা দেন আবদুল হাকিম ও আরেকজন। গাড়ির চালকের পাশের আসনে বসেছিলেন তিনি। মদুনাঘাট এলাকায় পৌঁছালে একদল মোটরসাইকেল আরোহী অস্ত্রধারী তাদের গাড়িকে অনুসরণ করে এবং পানি শোধনাগারের সামনে গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে গাড়ির ভেতরে থাকা হাকিম ও অপর ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে আবদুল হাকিমকে মৃত ঘোষণা করা হয়। রাউজান এলাকায় চলমান রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে এ হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
উলে­খযোগ্য, গত ৫ আগস্টের পর থেকে রাউজানে অন্তত ১৩টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১০টি রাজনৈতিক সহিংসতায় হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিএনপি’র দুই গ্র“পের মধ্যে শতাধিকবার সংঘর্ষ হয়েছে, যেখানে ৩শ’র বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।

্রিন্ট

আরও সংবদ