খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৫ অগ্রাহায়ণ ১৪৩২

কালিগঞ্জে দশ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ০৯ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই ফুটবল মাঠে ১০ দিনব্যাপী ‘৭ম বার্ষিক’ বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষমেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এ সময় তিনি বলেন, ‘‘গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি জীবন দেয়। প্রতিটি মানুষ যদি একটি করে গাছ রোপণ করে যথাযথভাবে যতœ নেয় তবে আমাদের পরিবেশ আরও সুন্দর, নিরাপদ ও সবুজ হয়ে উঠবে।’’
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন, রাজিব সরদার। এ সময় চাঁচাই সবুজ সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সহ-সভাপতি আকরাম হোসেন, কোষাধ্যক্ষ সঞ্জয় মন্ডল, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক সুমন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক লাল্টু ইসলাম, আশরাফুল ইসলামসহ নার্সারি মালিক, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এ বৃক্ষ মেলা চলবে। মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। 
 

্রিন্ট

আরও সংবদ