খুলনা | বুধবার | ১৯ নভেম্বর ২০২৫ | ৫ অগ্রাহায়ণ ১৪৩২

কালিগঞ্জের গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ০৯ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে বিদ্যালয়ের দরজার তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে।
বিদ্যালয়ের নৈশ প্রহরী পরিমল কুমার জানান, বৃহস্পতিবার সকালে অফিস রুম খোলার সময় তিনি অফিসের দু’টি দরজার মধ্যে একটির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তিনি টেবিলে থাকা কম্পিউটার দেখতে না পেয়ে প্রধান শিক্ষককে ফোন করে এ ঘটনা জানান। পরবর্তীতে প্রধান শিক্ষক পশুপতি সরকার এসে পিসি, মনিটর, সোলার প্যানেলের ব্যাটারি ও নগদ ১ হাজার ৬শ’ টাকা চুরি হয়েছে বলে নিশ্চিত হন। 
প্রধান শিক্ষক বলেন, কম্পিউটার চুরি হওয়ায় বিদ্যালয়ের গোপনীয় তথ্য, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, টাইফয়েডের টিকা দান কার্যক্রমের রেজিস্ট্রেশনসহ বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে জটিলতা সৃষ্টি হবে। কে বা কারা শিক্ষা প্রতিষ্ঠানে চুরি করেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, চুরির বিষয়ে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ