খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ১ কার্তিক ১৪৩২

পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে লস্কর চ্যাম্পিয়ন

পাইকগাছা প্রতিনিধি |
১২:১২ এ.এম | ১০ অক্টোবর ২০২৫


পাইকগাছার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা পূর্বপাড়া যুবসংঘ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় লস্কর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে বয়ারঝাপা ফুটবল ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে রেজাউল ফুটবল একাদশকে লস্কর ফুটবল একাদশ ৩-১ গোলে পরাজিত করে।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক। মোঃ ইকবাল খানের সভাপতিত্বে ও জুবায়ের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, সাবেক বিএনপি নেতা আমিনুল সরদার, ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালী, প্রবীর কুমার গোলদার, পাইকগাছা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জি এম রাশেদুজ্জামান, বিএনপি নেতা ইসরাফিল মোড়ল, মিজান, আলাউদ্দিন মোড়ল, রকি বিশ্বাস, আলম, আজারুল, মনিশংকর, আবুবক্কর, অবঃ শিক্ষক আঃ গফুর।

্রিন্ট

আরও সংবদ