খুলনা | সোমবার | ১৩ অক্টোবর ২০২৫ | ২৮ আশ্বিন ১৪৩২

হৃদরোগে মারা গেলেন সালমানের ‘টাইগার ৩’ অভিনেতা

খবর বিনোদন |
০৪:২৭ পি.এম | ১০ অক্টোবর ২০২৫


বিনোদন অঙ্গনে আবারও শোকের ছাঁয়া। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পঞ্জাবি অভিনেতা ও বডিবিল্ডার বরিন্দর সিং ঘুমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। অভিনেতার ভাইপো অমঞ্জত সিং ঘুমান তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন।

বরিন্দরের ম্যানেজার যদবিন্দর সিং ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, হঠাৎ কাঁধে ব্যথা নিয়ে অমৃতসরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সালমান খান অভিনীত ‘টাইগার ৩’ সিনেমায় দেখা গিয়েছিল বরিন্দরকে। ‘টাইগার ৩’ ছাড়াও তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বরিন্দর রোর: টাইগার্স অব সুন্দরবনস’, ‘মরজাওয়া’ এবং ‘কাবাডি ওয়ান্স এগেইন’।

২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জেতেন বরিন্দর সিং ঘুমান। এরপর মিস্টার এশিয়া প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন।

ইনস্টাগ্রামে বরিন্দরের ফলোয়ার্স প্রায় এক মিলিয়নেরও বেশি। ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ারও পরিকল্পনা ছিল। তাঁর মৃত্যুর পর পঞ্জাবের বহু রাজনীতিবিদ সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।

পাঞ্জাবের রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু এক শোক বার্তায় লিখেছেন, ‘পাঞ্জাবের গর্ব ইন্ডিয়ার হি-ম্যান বরিন্দর ঘুমান জির মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি কঠোর পরিশ্রম ও নিরামিষ জীবনযাপনের মাধ্যমে ফিটনেস জগতে নজির গড়েছিলেন। ওঁর জীবনযাত্রা তরুণ প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

কংগ্রেস সাংসদ ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রন্ধাওয়া লিখেছেন,’পঞ্জাবের বিখ্যাত বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর সিং ঘুমানের আকস্মিক প্রয়াণের খবর অত্যন্ত হৃদয়বিদারক। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও বহুমুখী প্রতিভার মাধ্যমে পঞ্জাবের নাম উজ্জ্বল করেছেন। ওঁর আত্মার চিরশান্তি পাক। তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।’ 

্রিন্ট

আরও সংবদ