খুলনা | বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ১ কার্তিক ১৪৩২

রূপসায় রাজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শহিদ মনসুর স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

রূপসা প্রতিনিধি |
১১:২০ পি.এম | ১০ অক্টোবর ২০২৫


রূপসা উপজেলার সদর ও পার্শ্ববর্তী এলাকার তরুণদের অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষে ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহিদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত রাজা স্মৃতি কিশোর (অনূর্ধ্ব-১৬) ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গতকাল শুক্রবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শহিদ মনসুর স্মৃতি সংসদ ও খুলনা মোহামেডান ফুটবল একাডেমি। খেলায় শহিদ মনসুর স্মৃতি সংসদ ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আপনের একমাত্র গোলে খুলনা মোহামেডান ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায়  ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বিজয়ী দলের জিহাদ এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের আপন। খেলায় শৃঙ্খলা বজায় রেখে ফেয়ার পেলে টিম হিসাবে নির্বাচিত হয় বটিয়াঘাটা ফুটবল একাদশ। ম্যাচ রেফারি খেলা পরিচালনা করেন সুমন রাজু, বশির আহম্মেদ লালু, আলী আকবর।
খেলার শুরুতে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা ক্রীড়া অফিসার মোঃ আলীমুজ্জামান। ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, ক্রীড়া সংগঠক শেখ মাফতুন আহম্মেদ রাজা ও মঈনুল হাসান টুটুল, সাবেক ফুটবল খেলোয়াড় দস্তগীর হোসেন নিরা, শেখ জাহাঙ্গীর ছোটো, আশরাফ আলী সুজন, জাহাঙ্গীর হোসেন বড়, ইমরোজ চৌধুরী, সমাজসেবক এস এম আঃ মালেক, ক্রীড়া সংগঠক শরিফুজ্জামান বাচ্চু। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সমাজ সেবক আলম শেখের পরিচালনায় বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক মুন্না সরদারের, খান মেজবা উদ্দীন সেলিম, সমাজসেবক সুলতান মাহমুদ বাদশা, আবুল কালাম, ফ ম মনিরুল ইসলাম, ইসরাইল বাবু, ফরিদ আহমেদ, সাজ্জাত হোসেন, বেল­াল শেখ, মেহেদী হাসান, জামাল শেখ, কামরুল শেখ, ফেরদৌস সরদার, জহির খান, সালমান, আবির, তাহসিন প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ