খুলনা | বুধবার | ১২ নভেম্বর ২০২৫ | ২৮ কার্তিক ১৪৩২

সাতক্ষীরায় ঘরে চেতনানাশক স্প্রে করে সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১২ এ.এম | ১১ অক্টোবর ২০২৫


সাতক্ষীরায় ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়ার চন্দন সেনের বাড়ির এই ঘটনা ঘটে। চোরেরা নগদ ১৫ হাজার টাকা, ১৩টি শাড়ি ও মূল্যবান জিনিসপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল  চুরি করে নিয়ে গেছে।
জানা গেছে, নাথপাড়ার চন্দন সেনসহ তার পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে বাড়ির কেউ ঘুম থেকে না ওঠায় প্রতিবেশিরা তাদের বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করে। তাতেও কেউ সাড়া না দেওয়ায় প্রতিবেশিরা ঘরে গিয়ে দেখে সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। শোকেজের তালা ভাঙা এবং ঘরের ভিতর সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা। গ্রামবাসী দ্রুত স্থানীয় পল­ী চিকিৎসক ফজলুর রহমানকে ডেকে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু চন্দন সেনের স্ত্রী পারুল রানী সেন (৪০) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া চন্দন সেন (৪০), তার পিতা গৌতম সেন (৬৫), মাতা মিনা সেন (৬০), মেয়ে (কথা) সেন (৮) ও লতা সেন (৩) কে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
স্থানীয় ইউনুস আলী জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতে কোন এক সময় জানলা দিয়ে ঘরের ভিতর চেতনানাশক ¯েপ্র করে। পরে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে ঘরে ঢুকে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

্রিন্ট

আরও সংবদ