খুলনা | শনিবার | ১১ অক্টোবর ২০২৫ | ২৬ আশ্বিন ১৪৩২

আমাদের নয়, সেফ এক্সিট দরকার এই রাষ্ট্রকাঠামোর: আসিফ নজরুল

খবর প্রতিবেদন |
১২:৫৫ পি.এম | ১১ অক্টোবর ২০২৫


সেফ এক্সিট নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টা হিসেবে তাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই। বরং এই জাতিকে বের হতে হবে ভয়াবহ, অবিচারমূলক ও আত্মধ্বংসী এক রাষ্ট্রকাঠামো থেকে।

শনিবার (১১ অক্টোবর) ঢাকায় একটি হোটেলে অনুষ্ঠিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এসব কথা বলেন তিনি। সভায় দেশের শীর্ষ আইনবিদ, উপদেষ্টা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ড. আসিফ নজরুল বলেন, সাম্প্রতিক সময়ে আমরা ‘সেফ এক্সিট’ শব্দটি প্রায়ই শুনছি। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই— আমাদের, মানে যারা উপদেষ্টা হিসেবে কাজ করছি, তাদের কারো কোনো সেফ এক্সিট প্রয়োজন নেই। আমরা নিশ্চিত, আমরা কোনো অপরাধ করিনি।

তবে তিনি মনে করেন, যে রাষ্ট্রে বছরের পর বছর ধরে দুঃশাসন চলছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, ব্যাংক থেকে টাকা লুট হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের সম্পদ হরণ করা হচ্ছে, সেই রাষ্ট্রব্যবস্থা থেকে জাতির মুক্তি প্রয়োজন।

তার ভাষায়, গত ৫৫ বছরে আমরা যা দেখেছি, সেটা ভয়াবহ। আমরা দেখেছি মানুষ মেরে ফেলা হচ্ছে কোনো বিচার ছাড়া। দেখেছি, রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি কীভাবে সাধারণ মানুষের জীবন বিপন্ন করছে। এই অসুস্থ রাষ্ট্রকাঠামো থেকে জাতিরই সেফ এক্সিট দরকার।

সভায় আরও বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ ও পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তারা সবাই মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং মানবাধিকার সংরক্ষণে কার্যকর কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও।

্রিন্ট

আরও সংবদ