খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৬ আশ্বিন ১৪৩২

বাগেরহাটে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৩:১২ পি.এম | ১১ অক্টোবর ২০২৫


বাগেরহাটে বাগেরহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে তিনদিন ব্যাপি কর্মশালা শুরু হয়েছে।

আজ শনিবার (১১ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সে অডিটোরিয়ামে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান মহোদয় এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন। এসময়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মশালা শেষ হবে।

জেলা পুলিশ জানায়, নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়েছে। এটা ২য় ব্যাচ। এই ব্যাচে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৫০জন পুলিশ সদস্য অংশগ্রহন করেছেন। এর আগে প্রথম ব্যাচের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। আগামী জানুয়ারি পর্যন্ত মোট ২৯ টি ব্যাচে ৫০ জন করে ১ হাজার ৪৫০ জন পুলিশ সদস্যকে ৩ দিন মেয়াদি প্রশিক্ষণ  প্রদান করা হবে। এর বাইরে জেলায় কর্মরত সি আই ডি, ডিএস বি, পিবিআইসহ গোয়েন্দা সংস্থার সদস্যদেরও এই প্রশিক্ষন দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

্রিন্ট

আরও সংবদ