খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৬ আশ্বিন ১৪৩২

বাগেরহাটে এক হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৪:১৩ পি.এম | ১১ অক্টোবর ২০২৫


বাগেরহাটে এক হাজার পিস ইয়াবা ও নগদ এক লক্ষ ৬৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। র্রফ শনিবার (১১ অক্টোবর) ভোরে ফকিরহাট উপজেলার বারাশিয়া এলাকায় অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেণ, বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে মনির শেখ (৪৬) ও একই উপজেলার আট্টাকী গ্রামের মোঃ রাজ্জাক হোসেনের ছেলে মোঃ রাসেল হোসেন (৩৫)। এদের মধ্যে মনির শেখের বাড়ি থেকে এক হাজার ইয়াবা, নগদ এক লক্ষ ৬৩ হাজার টাকা এবং রাসেল হোসেনের কাছ থেকে এক কেজি গাজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়বা ও গাজা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ