খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৬ আশ্বিন ১৪৩২

দিঘলিয়ায় তিন দিন নিখোঁজের পর শিশু জিসানের বস্তাবন্দী লাশ উদ্ধার

দিঘলিয়া প্রতিনিধি |
১০:৫৩ পি.এম | ১১ অক্টোবর ২০২৫


খুলনার দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন দিঘলিয়ার মন্ডল জুট টেক্সটাইল মিলের কলোনি এলাকা থেকে নিখোঁজের তিন দিন পর শিশু জিসানের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর গোয়েন্দা শাখা ও দিঘলিয়া থানা পুলিশ।

নিহত জিসান (৭) মন্ডল মিল শ্রমিক আলমগীর হোসেনের পুত্র। মিলের কলোনি এলাকায় বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর বিকেলে জিসান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিন দিন ধরে পরিবার ও এলাকাবাসী সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এমনকি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, বাড়িটি মোঃ আব্দুল হান্নান শেখ নামে এক ব্যক্তির, যার ওই এলাকায় একটি মুদি দোকান রয়েছে। ঘটনার পর থেকে তার দোকান বন্ধ এবং বাড়িতে তালা ঝুলতে দেখা যায়।

পুলিশ সূত্রে  আরো জানা যায়, খালিশপুর থানা পুলিশ আব্দুল হান্নানের ছেলে ফয়সালকে আটক করে। ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতেই জিসানের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি বাড়ির এক কোনায় মাটির নিচে পুঁতে রাখা ছিল। শিশুটির দুই হাত পেছনে বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।

নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

্রিন্ট

আরও সংবদ