খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৬ আশ্বিন ১৪৩২

২৫নং ওয়ার্ড নাগরিক ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪১ এ.এম | ১২ অক্টোবর ২০২৫


নগরীর ২৫নং ওয়ার্ড নাগরিক ফোরামের কার্যনির্বাহী কমিটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেসিসি ২৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এস কে তাসাদুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এস এম ইকবাল হাসান তুহিন। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের তত্ত¡াবধানে ২৫নং ওয়ার্ড নাগরিক ফোরামের ত্রি-বার্ষিক কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।
নির্বচনী কার্যক্রম পরিচালনা করেন প্রধান নিবাচন কমিশনার অবু হাসানসহ অপর দুই নির্বাচন কমিশনার শাকিল আহমেদ ও আল মামুন বাদল। এছাড়া এ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন নির্বাচনী মনিটরিং সেলের সদস্য মেজবাউল তমাল এবং নাগরিক ফোরাম লজিষ্টিক সাপোর্ট প্রদীপ ভাদুরী। ২৫নং ওয়ার্ড নাগরিক ফোরামের কার্যকরী কমিটির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনে সকলের মতামতের ভিত্তিতে সকল পদের বিপরীতে একক প্রার্থিতা থাকায় নির্বাচন কমিশন উক্ত ৩১ জনকে ২৫নং ওয়ার্ডের নাগরিক ফোরামের নাগরিক নেতা হিসাবে ঘোষণা করেন। ঘোষিত কমিটির সভাপতি মোঃ মারুফ চৌধুরী পমিন, সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ নাজমুস সাকিব, মাজেদা খাতুন, সাধারণ সাম্পাদক মোঃ কুতুব উদ্দিন আল মাহবুব, সহ-সাধারণ সম্পদক মোঃ সবুজুল ইসলাম, তুলি খাতুন, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার দাশ, কোষাধ্যক্ষ রিনা ইসলাম, দপ্তর সম্পাদক খন্দকার এনামুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুন পারভেজ, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ বসির হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. নুসরাত জাহান লুনা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলামবিন ইদ্রিস, নারী বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা, ক্রীড়া সম্পাদক আনিসুজ্জামান সবুজ, পরিবেশ সম্পাদক এম ডি মাহমুদ মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আল আমিনসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

্রিন্ট

আরও সংবদ