খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৬ আশ্বিন ১৪৩২

বর্ণাঢ্য আয়োজনে সিনিয়র আরসিওয়াই ফোরাম ৩য়-রিইউনিয়ন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
১২:৪১ এ.এম | ১২ অক্টোবর ২০২৫


খুলনা বর্ণাঢ্য আয়োজনে গতকাল শনিবার সকালে সিনিয়র আর সি ওয়াই ফোরাম ৩য়-রিইউনিয়েনর খুলনা অনুষ্ঠিত হয়েছে। এ সময়  সিনিয়র আরসিওয়াই ফোরাম রি ইউনিয়েনর ভলান্টিয়াররা সড়কে র‌্যালি বের করেন। র‌্যালি শেষে গিলাতলা ক্যান্টনমেন্টে পিকনিক স্পটগুলোতে পুরনো স্মৃতিচারণসহ খেলাধুলা ও কিরিস বিতরণ করেন। এতে অতিথি ছিলেন সিনিয়র আরসিওয়াই ফোরাম বিডিআরসিএস এর সভাপতি ফারুক ইকবাল পলু। কুষ্টিয়ার যুব প্রধান সেলিমের সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালুল করিম জামাল, এসএম মনোয়ার হোসেন লাভলু প্রমুখ। এছাড়া  আরো উপস্থিত ছিলেন সিনিয়র আর সি ওয়াই ফোরাম খুলনা পরিচালনা পরিষদ ও রেড ক্রিসেন্টের সিটি  ইউনিটের যুব প্রধান লতাসহ আরও অনেকে।

্রিন্ট

আরও সংবদ