খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৬ আশ্বিন ১৪৩২

মহেশপুরে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও স্বামীকে মারধরের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি |
১২:৪৭ এ.এম | ১২ অক্টোবর ২০২৫


ঝিনাইদহের মহেশপুরে টাকার প্রলোভন দেখিয়ে এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ এবং তার স্বামীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর গত শুক্রবার রাতে ওই নারীর শাশুড়ি বাদী হয়ে মহেশপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী ও মামলার বিবরণে জানা গেছে ওই নারী এবং তার স্বামী দু’জনেই প্রতিবন্ধী এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। পূজার সময় তারা মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভিক্ষা করছিলেন। প্রতিদিন ভিক্ষার পর তারা যেকোনো স্থানে রাত যাপন করতেন। ঘটনার দিন তারা মহেশপুরের বাথানগাছি মির্জাপুর এলাকায় অবস্থানকালে বাথানগাছি গ্রামের অহিদুলের ছেলে তরিকুল তাদেরকে খাবারের প্রলোভন দেখান। পরে টাকার প্রলোভন দেখিয়ে ওই নারীকে সেগুন বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর সেই নারী তার স্বামীকে বিষয়টি জানান। পরে গত শুক্রবার বিকেলে মির্জাপুর বাজারে স্বামীর সঙ্গে তরিকুলের দেখা হলে বিষয়টি জানতে চাইলে তরিকুল রাগান্বিত হয়ে তাকে মারধর করে। পরে তাদের পরিবার বিষয়টি জানার পর ওই নারীর শাশুড়ি মহেশপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার বাদী নারীর শাশুড়ি বলেন ‘আমার ছেলে ও তার স্ত্রী দু’জনেই বাকপ্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তির মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে। আমার বৌমার সঙ্গে যে ঘটনা ঘটেছে এবং ছেলেকে মারধর করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।’ মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘মামলাটি নিয়মিতভাবে রুজু হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

্রিন্ট

আরও সংবদ