খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৬ আশ্বিন ১৪৩২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ১২ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে গোসল করতে যেয়ে পুকুরের পানিতে ডুবে আলতাফ উল মাসুদ (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে। নিহত আলতাফ উল মাসুদ পানিয়া গ্রামের মরহুম আনোয়ার হোসেন সরদারের ছেলে।
নিহতের সহোদর স ম রাজু আহম্মেদ (৪৫) কালিগঞ্জ থানায় দায়েরকৃত অপমৃত্যু মামলায় জানান, তার ভাই মোঃ আলতাফ উল মাসুদ ১১ অক্টোবর বিকেল আনুমানিক ৩টার দিকে বসতবাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। বিকেল ৪টার দিকে প্রতিবেশী মরহুম ফেলা মিস্ত্রীর ছেলে গোলাম মোস্তফা পুকুরের পানিতে আলতাফ উল মাসুদকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের জানালে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। আলতাফ উল মাসুদ দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন বলে অপমৃত্যু মামলায় উলে­খ করা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান পানিতে ডুবে আলতাফ উল মাসুদ নামে এক ব্যক্তি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।

্রিন্ট

আরও সংবদ