খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৬ আশ্বিন ১৪৩২

কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী হামলায় ৫ সাংবাদিক আহত

কচুয়া প্রতিনিধি |
১২:৪৯ এ.এম | ১২ অক্টোবর ২০২৫


পেশাগত দায়িত্ব পালনের সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ৫ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার বেলা সোয়া ১টার দিকে নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে এক শিক্ষককে মারধরের খবর পেয়ে ৫ সাংবাদিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহের জন্য গেলে পূর্ব পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা তাদের উপর হামলা ও মারধর করে। এ সময় তাদের সাথে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর চালায়। এতে তাদের ২ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ত্রাসীরা তাদেরকে হত্যারও হুমকি দেয়। পরবর্তীতে হাসপাতালের কর্মচারী ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 
হামলার শিকার সাংবাদিকরা হলের দৈনিক মানবকন্ঠ ও চ্যানেল এস এর রাকিবুল হাসান, দৈনিক আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি ও আনন্দ টিভির ক্যামেরাম্যান এস এম হুমায়ুন (২৫), দৈনিক সংবাদ চিত্রের রাসেল শেখ (৪৪), জে টিভির মুন্না শেখ (২৫), দৈনিক প্রভাত ও দৈনিক জন্মভূমির খান সুমন (৩৭)। এ ঘটনায় ভুক্তভোগী রাকিবুল হাসান সাংবাদিকদের পক্ষে বাদী হয়ে দু’জনের নাম উলে­খসহ অজ্ঞাত ১২/১৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। 
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সামীম মোহাম্মদ বলেন আমি শুনেছি ৫ জন সাংবাদিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহ করতে গেলে হামলা শিকার হয়। ইতিমধ্যে তারা অভিযোগ দায়ের করেছেন, আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 
বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

্রিন্ট

আরও সংবদ