খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৭ আশ্বিন ১৪৩২

সারাদেশের ন্যায় কেসিসি এলাকায়ও আজ থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৪ এ.এম | ১২ অক্টোবর ২০২৫


সারাদেশের ন্যায় খুলনা সিটি কর্পোরেশন এলাকায়ও ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক লাখ ৭২ হাজার তিনশ’ ৭০ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুলনা মহানগরীর চারটি কেন্দ্রে কোমলমতি শিশুদের এ টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ টিকা প্রদান করা হবে। এ টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এছাড়া যাদের সতের ডিজিটের জন্ম নিবন্ধনের সনদ নেই তাদের ক্ষেত্রে স্ব-স্ব কেন্দ্রে বিকল্প ব্যবস্থা থাকবে। তবে খালি পেটে কোনো শিশুকে এ টিকা পুশ করা যাবে না। 
প্রাপ্ত তথ্য মতে, সকল শিশু যাতে কেন্দ্রগুলোতে টিকা নিতে পারে তা নিশ্চিত করতে হবে। জন্ম নিবন্ধন সনদ না থাকলেও শিশু টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে। কোনো শিশু অসুস্থ থাকলে টিকা নিতে না পারলেও পরবর্তীতে সুস্থ হলে টিকা নিতে পারবে। টাইফয়েড টিকা শতভাগ নিরাপদ, এটি কোনো পরীক্ষামূলক টিকা নয়। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় কেসিসি এলাকায় পাঁচশ’ ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের স¤প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই)  শনিবার থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হয়েছে। খুলনায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২-৩০ অক্টোবর) পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ (১-১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এছাড়া যাদের সতের ডিজিটের জন্ম নিবন্ধনের সনদ নেই তাদের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা থাকবে। এদিকে টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করতে গত ৮ অক্টোবর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর স্বাস্থ্য কেন্দ্রে খুলনার কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে খুলনা বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি ছিলেন। এছাড়া কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) শরীফ আসিফ রহমান, খুলনা প্রেসক্লাবের আহŸায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র মেডিকেল অফিসার ডাঃ নাজমুর রহমান সজিব সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে টিকাদান সম্পর্কে বিশদ তথ্য উপস্থাপন করেন। এছাড়া টিকা ক্যাম্পেইনে দুইশ’ ৫২ জন টিকাদানকারী, তিনশ’ ৫০ জন স্বেচ্ছাসেবী, ৬২ জন প্রথম সারির সুপারভাইজার, ৮ জন দ্বিতীয় সারির সুপারভাইজার, ৪ জন কোল্ড চেইন ম্যানেজমেন্ট ও ৪ জন আইটি ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবেন। 

্রিন্ট

আরও সংবদ