খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৭ আশ্বিন ১৪৩২

মেহেরপুরের ক্যাসিনো সম্রাট মুরশিদ আলম লিপু এক সহযোগীসহ সাতক্ষীরায় আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৫৬ এ.এম | ১২ অক্টোবর ২০২৫


মেহেরপুরের অনলাইন ক্যাসিনো সম্রাট মুরশিদ আলম লিপু ও তার অপর এক সহযোগি মুছাঈদ আলমকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খানপুর হতে বাইপাসগামী খড়িবিলা মোড়ে একটি অটো রিকসা থেকে পুলিশ তাদের দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৬ টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
আটক অনলাইন ক্যাসিনোর সম্রাট মুরশিদ আলম লিপু গাজী (২৮) মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন কেদারগঞ্জ ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলে। তার অপর সহযোগী মুছাঈদ আলম (৩০) মুজিবনগর থানার বামনপাড়া (খন্দকার পাড়া) গ্রামের মাতুনুল আলমের ছেলে। 
ডিবি পুলিশ সূত্র জানায়, মেহেরপুরের অনলাইন ক্যাসিনো সম্রাট মুরশিদ আলম লিপু তার এক সহযোগীসহ সাতক্ষীরায় আত্মগোপনে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা ও ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যৌথভাবে অভিযান চালিয়ে সদর উপজেলার খানপুর হতে বাইপাসগামী খড়িবিলা মোড়ে একটি অটোরিকশা থেকে তাদের দুইজনকে আটক করে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন শ্রেণি ও পেশার লোকদের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে ও অনলাইনে জুয়া খেলার প্লাটফর্ম পরিচালনা করে আসছে। তাহাদের দখল হতে অনলাইন জুয়ায় ব্যবহৃত ডিভাইস জব্দ করা হয়। আসামিরা দীর্ঘ দিন যাবৎ অনলাইন জুয়ার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে। লিপুর নামে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। 
স্থানীয়রা জানান মুরশিদ আলমের বাবা একজন মৎস্যজীবী। মাছ বিক্রি করে সংসার চালাতেন। ছেলে মুরশিদ আলমের বৈধ কোনো আয়ের পথ না থাকলেও অল্প দিনে ফুলে ফেঁপে উঠেছে সে। অনলাইন ক্যাসিনো দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে মাইনুল। রয়েছে দামী গাড়ি, কয়েকটি মোটরবাইক, স্ত্রীর নামে ৪০ ভরি স্বর্ণের গহনা, ব্যাংকে দৃশ্যমান কোটি টাকা। 
খোঁজ নিয়ে জানা গেছে মুরশিদ আলম কিছুদিন আগেও সিরাজগঞ্জে তাঁতের কাজ করতেন। সেখান থেকে এলাকায় ফিরে এসে অটোরিকশা চালিয়ে সংসার চালাতো। চলতি বছরের ২৭ জুলাই সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়।
রাশিয়া থেকে পরিচালিত এসব অনলাইন জুয়ার সাইট ও অ্যাপস তাদের এজেন্টদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে মেহেরপুর জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত। এসব জুয়ার সাইট ও অ্যাপস ভার্চুয়ালি জুয়া খেলায় একেকটি এজেন্টের মাধ্যমে মাসে ৩ থেকে ৪ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মেহেরপুরে জেলা শহরসহ গাংনী এবং মুজিবনগর এলাকার তরুণদের বড় একটি অংশই এখন জুয়ার সাইট পরিচালনায় যুক্ত। শনিবার বেলা ২টার দিকে সাতক্ষীরা পুলিশ কনফারেন্স রূমে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

্রিন্ট

আরও সংবদ