খুলনা | রবিবার | ১২ অক্টোবর ২০২৫ | ২৭ আশ্বিন ১৪৩২

বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে মনিরুজ্জামান মন্টু

যারা বাংলাদেশই চায়নি তারা আজ ক্ষমতায় যেতে উদগ্রীব

বটিয়াঘাটা প্রতিনিধি |
০১:৫৮ এ.এম | ১২ অক্টোবর ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর আহবানে সাড়া দিয়ে নয়টি মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশের জন্মই হয়েছিল অস¤প্রদায়িক চেতনায়। সে সময় যারা বাংলাদেশকেই চায়নি, তারা আজ ক্ষমতায় যেতে উদগ্রীব। ভোট দিলে জান্নাত পাওয়া যাবে- এধরনের বক্তব্য শিরক। নামাজ, রোজা ও ইবাদতের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। জনগণকে বিভ্রান্তি থেকে দূরে রাখতে বিএনপি’র নেতাকর্মীদের শক্ত ভূমিকা রাখতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশের অবিসংবাদিত আপোষহীন নেত্রী ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
গতকাল শনিবার বিকালে খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, প্রায় দেড় যুগ আওয়ামী ফ্যাসিষ্টরা সীমাহীন লুটপাট করে বাংলাদেশকে ধ্বংসের সর্বশেষ সীমানায় ঠেলে দিয়েছিল। জরাজীর্ণ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌম্যত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। তেমনি কোনো তালবাহানায় কাজ হবে না, আগামী ফেব্র“য়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগনের ভাত ও ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ফ্যাসিবাদী ও মৌলবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রে পুনঃপ্রত্যাবর্তনের পথ রুদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তিনি।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ মোঃ তৈয়েবুর রহমান। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য মোঃ সুলতান মাহমুদ, জিএম রফিকুল হাসান, মোঃ মনিরুজ্জামান লেলিন।
সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা করেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ এজাজুর রহমান শামীম। উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ রাশেদ কামাল। 
দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মোঃ রাশেদ কামাল সভাপতি, মোঃ হাফিজুর রহমান সাধারণ সম্পাদক ও মোঃ আজিজুর রহমান মোল্লা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

্রিন্ট

আরও সংবদ